আমি কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। সুতরাং আছে কি কেউ, যে উপদেশ গ্রহণ করবে ? সূরা - কমার, আয়াত-22
নবী করীম ﷺ বলেন-
( خَيرُكُم من تعلَّمَ القرآنَ وعلَّمَه(رواه البخار
তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি যে নিজে কুরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়।
(বুখারী, হাদিস নং ৫০২৭)তিনি আরো বলেন ,তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন ও আদর্শ শিষ্টাচার শিক্ষা দাও। (সহীহ মুসলিম)
কোরআন শিক্ষার মাধ্যমে একজন মুসলমান ঈমান ও আমলকে মজবুত করতে পারে। কোরআন আল্লাহ তায়ালার বাণী। এর মাধ্যমে একজন মুসলমান আল্লাহ তায়ালার অসীম জ্ঞান ও রহমতের সন্ধান পায়। এর ফলে তার ঈমান বৃদ্ধি পায় এবং সে আল্লাহ তায়ালার আনুগত্য করার জন্য আরও আগ্রহী হয়ে ওঠে।
কোরআন শিক্ষার মাধ্যমে একজন মুসলমান আল্লাহ তায়ালার অপার জ্ঞান ও রহমতের সন্ধান করতে পারে। কোরআন আল্লাহ তায়ালার অপার জ্ঞান ও রহমতের এক বিশাল ভান্ডার। এর মাধ্যমে একজন মুসলমান আল্লাহ তায়ালার মহানত্ব ও ক্ষমতা সম্পর্কে জানতে পারে।
কোরআন শিক্ষার মাধ্যমে একজন মুসলমান দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারে। কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এর মধ্যে সকল বিষয়ের স্পষ্ট বর্ণনা রয়েছে। এর মাধ্যমে একজন মুসলমান তার জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে পারে এবং দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারে।
কোরআন শিক্ষার মাধ্যমে একজন মুসলমান তার জীবনকে সুন্দর ও পূর্ণতাময় করে তুলতে পারে। এটি একটি অমূল্য সম্পদ যা একজন মুসলমানের জন্য অবশ্যই অর্জন করা উচি
কোরআন শিক্ষার মাধ্যমে একজন মুসলমানের চরিত্র গঠিত হয়। কোরআনে নৈতিকতা ও চরিত্র গঠনের শিক্ষা দেওয়া হয়েছে। এর মাধ্যমে একজন মুসলমান একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে।
কোরআন শিক্ষার মাধ্যমে একজন মুসলমানের চিন্তাভাবনা পরিশুদ্ধ হয়। কোরআনে সঠিক চিন্তাভাবনার শিক্ষা দেওয়া হয়েছে। এর মাধ্যমে একজন মুসলমানের চিন্তাভাবনা পরিশুদ্ধ হয় এবং সে সঠিক পথে পরিচালিত হয়।
কোরআন শিক্ষার মাধ্যমে একজন মুসলমানের সৃজনশীলতা বৃদ্ধি পায়। কোরআন একটি অসাধারণ সাহিত্যকর্ম। এর মাধ্যমে একজন মুসলমানের সৃজনশীলতা বৃদ্ধি পায় এবং সে নতুন কিছু সৃষ্টি করার জন্য অনুপ্রাণিত হয়।
কোরআন শিক্ষার মাধ্যমে একজন মুসলমানের জীবনের সকল ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়ে। এটি একটি অমূল্য সম্পদ যা একজন মুসলমানের জন্য অবশ্যই অর্জন করা উচিত।
কোরআনের শিক্ষাগুলো অনুসরণ করে একজন মুসলমান একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। সে সত্যবাদী, বিশ্বস্ত, দয়ালু, সহানুভূতিশীল, ক্ষমাশীল এবং অন্যের প্রতি সদয় হওয়ার মতো গুণাবলী অর্জন করতে পারে।
কোরআন আমাদেরকে পাপ ও অন্যায় থেকে বিরত রাখে। যখন আমরা কোরআন পড়ি, তখন আমরা আল্লাহর ভয় ও তাকওয়া অর্জন করতে পারি।
আমাদের সমস্ত ক্লাসগুলো ওয়ান টু ওয়ান সিস্টেমে হয়ে থাকে। অর্থাৎ ক্লাস এ শুধুমাত্র আপনার সন্তান এবং উস্তাদ থাকবেন, এতে করে আপনার সন্তান কখনোই এই ভয়ে তটস্থ থাকবেনা যে সে একটা পড়া ভুল করলে তার বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করবে।
আমাদের একাডেমিতে আপনি পবিত্র কুরআন এর একদম শুরু থেকে শিখা শুরু করতে পারেন। অথবা যদি এমন হয় যে আপনি ছোটবেলায় পড়েছেন এখন শুধু চর্চা করতে চাচ্ছেন সেটাও আমাদের এখানে সম্ভব। কিংবা যদি আপনি পবিত্র কুরআন এর শুধুমাত্র কয়েকটি সুরা মুখস্ত করতে চাচ্ছেন, সেটাও Quran Learning Academy তে সম্ভব।
আপনার সন্তান হয়তো স্কুল এবং প্রাইভেট নিয়ে অনেক বেশী ব্যস্ত সময় পার করে। এ জন্য আমরা আপনার সন্তানের সুবিধাজনক সময়ে ক্লাসগ্রহণ করবো। কখনো যদি হঠাৎ ক্লাস এর সময় পরিবর্তন করা লাগে, সে চাইলে ক্লাস উস্তাদের সাথে কথা বলে সেটাও পরিবর্তন করে নিতে পারবে।
১০ টি সূরা, সাথে আয়াতুল কুরসি মুখস্থ করানো, মাসনুন দোয়া, কালিমা, ওজু করার সঠিক পদ্ধতি, দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় মাসআলা মাসায়েল শিক্ষা প্রদান করা হবে।
আমরা মাঝেমাঝেই আমাদের শিক্ষার্থীদের নিয়ে ইসলামের বিভিন্ন টপিকে ফ্রি সেশন নিয়ে থাকি। যেখানে আপনার সন্তান ইসলামের মৌলিক বিষয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখবে।
ক্লাসের পড়া ক্লাসেই আয়ত্ত করানো হবে, এবং অমনোযোগী বাচ্চাদের যত্ন সহকারে পাঠদান করানো হবে।
আমাদের ক্লাসগুলো Zoom,Google meet, WhatsApp এ নেয়া হবে।
কোর্সটি তাদের জন্যে
যে সকল ভাই, বোনেরা স্কুল/কলেজ/ ইউনিভার্সিটির শিক্ষার্থী কিন্তু কুরআন পড়তে পারেন না।
যারা কখনো কোরআন পড়েননি অর্থ্যাৎ আরবি অক্ষর সম্পর্কে ধারণা নেই।
যারা কিছুটা পড়তে পারেন কিন্তু ১০০% শুদ্ধ হচ্ছে কি না নিশ্চিত নন।
মাদরাসায় পড়েও বিশুদ্ধ ভাবে কুরআন পড়তে পারেন না।
একসময় পড়তে পারতেন কিন্তু এখন ভুলে গিয়েছেন।
যে কোনো পেশার যেকোনো বয়সি পুরুষ, মহিলা উভয়ই যারা সহীহ্ ভাবে কুরআন পড়তে চান তাদের জন্য।
ক্লাস রুটিন
সপ্তাহে তিন দিন ক্লাস থাকবে।
সপ্তাহে পাঁচ দিন ক্লাস থাকবে।
প্রতিটি ক্লাস ৪০ মিনিট করে হবে।
আপনি আপনার সময়মতো ক্লাস করতে পারবেন।
তাই দেরি না করে আপনি বা আপনার সন্তানদের কোরআন শিক্ষা দিতে আজই যোগাযোগ করুন।
Quran Learning Academy.